একটা তুই, বুকের ভেতর ঘুমিয়ে থাকিস
- যাযাবর জীবন
কিছু ইচ্ছে পোড়াই কালো অন্ধকারে, মন জানে
কিছু ইচ্ছে আমায় পোড়ায়, খুব গোপনে
কিছু হাতছানি এড়িয়ে যাই, সঙ্গোপনে
ভালোবাসা পোড়াই আমি ইচ্ছামনে;
একটা চাঁদ দূর আকাশে, আলো জ্বালে
কিছু কষ্ট বুকের ভেতর টলমলে
একটা তুই, বুকের ভেতর ঘুমিয়ে থাকিস
একটা তুই, কেন এত ভালোবাসিস?
- ১১ই ডিসেম্বর ২০১৯
অরলান্ডো, ফ্লোরিডা

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন