এর বেশী তোর কাছে কখনো কি কিছু চেয়েছি?
- যাযাবর জীবন
শরীরটা শরীরের
মন মনের,
না চাইতেই কেও শরীর বিলিয়ে দেয়
আমি মনের কাঙাল;
ভালোবাসাটা এক একজনের কাছে এক এক রকম;
খুব আবেগে জড়িয়ে ধরে একটা চুমু,
এর বেশী তোর কাছে কখনো কি কিছু চেয়েছি?
অথচ তুই আমার পুরোটা পৃথিবী।
- ১৩ই ডিসেম্বর ২০১৯
বাফেলো
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন