পরত খুলে খুলে
- যাযাবর জীবন
কাল আর আজকের মধ্যে পার্থক্য কত?
রোদ আর মেঘ
হাসি আর কান্না
মেঘ আর কুয়াশার মন যত;
আচ্ছা!
মন যদি আকাশ হয় তুই নীল হবি?
মন মেঘ হলে বৃষ্টি?
আর মন নদী হলে তুই ঢেউ
রক্তে রক্তে বয়ে যাবি;
কাল তুই ছিলি না আকাশে মেঘ ছিলো
আজ তুই উঁকি দিতেই সূর্যটা উঠে এলো,
মন কি তবে প্রকৃতি?
তোর মত এলোমেলো;
আমি প্রকৃতির মাঝে মন খুঁজি
প্রকৃতির মাঝে তোকে
কাল আর আজের সকল ব্যবধান ভুলে ভুলে
মনের এলোমেলো ভাঁজের পরতগুলো খুলে খুলে.....
- ১৯ জানুয়ারি ২০২০
করমজল, সুন্দরবন

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন