জীবিকার সন্ধান
- যাযাবর জীবন
বড্ড কুয়াশা আজ
ভিজচ্ছে সকাল
ভিজচ্ছে রাস্তাঘাট,
ইতিউতি একটি দুটি মানুষ
ইতিউতি একটি দুটি রিক্সা
ইতিউতি একটি দুটি গাড়ি
জীবিকার সন্ধানে, জীবনের জন্য
কি কুয়াশা কি বৃষ্টি কি ঝড় তুফান
থেমে থাকে না জীবন জীবিকার সন্ধান ;
রাস্তায় একটি দুটি মানুষ
রাস্তায় আমি
জীবিকার সন্ধান........
- ১৫ জানুয়ারি ২০২০

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন