অন্ধকারে পুড়েছে হাত
- যাযাবর জীবন
দেখাটা কি খুব হঠাৎ ছিলো?
এখন মনে হচ্ছে দেখা না হলেই ভালো হতো,
এই তো সেদিনও মনের ব্যালকনিতে হেলান দেয়া রোদ ছিলো,
এখন রাত;
জ্যোৎস্না হেলান দেয় না অন্ধকার গলিতে
বিষণ্ণ রাত হেলান দিয়ে থাকে আমার কাঁধে
আকাশে চাঁদ ওঠে না
আচ্ছা! আকাশে উড়লে কি নীল ধরা যায়?
তোকে ধরতে গিয়ে আমি রাত্রি ধরেছি বারবার
আর অন্ধকারে পুড়েছে হাত
- ১১ জানুয়ারি ২০২০
দুবাই এয়ারপোর্ট
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন