একটা তুই, আমি তোতে
- যাযাবর জীবন
একটা তুই, আমি তোতে
একটা আমি, তোতে তোতে
একটা তুই, অনেক ভালোবাসায়
একটা আমি, তোতে হারায়
একটা তুই, আমার তুই
ভালোবাসা আর ভালোবাসায়.....
চল, আকাশে উড়ি
নীল নীলে
চল, সাগরে ডুবি
নীলে নীলে
আমি তো ক্রমাগত তোতেই ডুবে আছি
একবার তুইও আমাতে ডুব দে
ভালোবাসায় ভালোবেসে.....
- ১৪ ফেব্রুয়ারি ২০২০
ক্রাবি, থাইল্যান্ড
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন