বুধবার, ১১ মার্চ, ২০২০

মন কি আর সবাই ছুঁতে পারে?




মন কি আর সবাই ছুঁতে পারে?
- যাযাবর জীবন


কোথায় আমি?
নিস্তব্ধ এক শহরে,
মন কোথায়?
নীরবতায়,
আলো কোথায়?
কুয়াশার ভাঁজে
আর তুই?
মনের খাঁজে;

আকাশ কোথায়?
মেঘের ওপারে,
নীল?
সবুজের মাঝে;

আকাশটা কার?
কখনো নীলের, কখনো মেঘের
কখনো রোদের, কখনো চাঁদের;

সবাই আকাশ খোঁজে আকাশ পানে
আকাশ খোঁজে নীলের মাঝে
আকাশ খোঁজে রাতের ভাঁজে
আকাশ খোঁজে বুকের চাতালে
আকাশ খোঁজে আকাশের ওপারে,
মনের ওপারের আকাশটা কেও ছুঁতে চায় না;

মন কি আর সবাই ছুঁতে পারে?




- ১৪ই ডিসেম্বর ২০১৯
ইয়র্ক, পেনসেলভেনিয়া




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন