বুধবার, ১১ মার্চ, ২০২০

ভোর তো হতেই হয়, কখনো না কখনো



ভোর তো হতেই হয়, কখনো না কখনো
- যাযাবর জীবন


আকাশে লালের আভা,
সূর্যটা কোথাও থেকে উঠবে
ঘুম ভাংছে ভোরের
তোর কি ঘুম ভেঙেছে?
আমি এখানে ওখানে ভোরের খোঁজে, সূর্যের খোঁজে
রাতের খোঁজে, ঘুমের খোঁজে
রাস্তা হারিয়ে রাস্তার খোঁজে
শুধু তোকে খুঁজতে খুঁজতে
অথচ দেখ আজ পর্যন্ত নিজেকেই খোঁজা হলো না;

সূর্যটা কোথাও গিয়ে তো ডুববেই
রাত ঘুমাবে আকাশে
অথচ আমি তোকে খুঁজি কত কত নির্ঘুম চোখে
কালো আকাশে তোকে পাওয়া হলো না,
আচ্ছা তোর কি ঘুম হয়?
কুয়াশায় ভেজা মন খারাপের রাতগুলোতে;

সূর্যটা রাতে যতই ঘুমে হারাক না কেন! ভোর বেলায় সে নিজেকে আবার খুঁজে পায় পূবের আকাশে,
একদিন আমিও হয়তো ঘুম খুঁজতে খুঁজতে সূর্য খুঁজে পাব,
একদিন হয়তো তোকে খুঁজতে খুঁজতে
আমি আমায় খুঁজে পাব;
ভোর তো হতেই হয়, কখনো না কখনো।

- ২৫ ডিসেম্বর ২০১৯
সাভানা, জর্জিয়া






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন