বুধবার, ১১ মার্চ, ২০২০

অভিমানের ঢিল



অভিমানের ঢিল
- যাযাবর জীবন


এই যে দূর দূর থেকে ঢিল ছুড়িস!
প্রেমের
রাগের
অভিমানের,
আমার বুঝি লাগে না?

আমারও তো মন আছে,
প্রেম আছে
রাগ আছে
অভিমান আছে,
কই, আমি তো ক্ষণে ক্ষণে ঢিল ছুড়তে পারি না;

আমি আসলে ঢিল ছুড়তেই জানি না,
তাই হয়তো পূর্ণতা পায় নি আমাদের ভালবাসা।


- ২২ জানুয়ারি ২০২০





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন