বুধবার, ১১ মার্চ, ২০২০

নিজের মনে নিজের সাথে



নিজের মনে নিজের সাথে
- যাযাবর জীবন


রোজ আকাশের সাথে কথা হয়
রোজ নীলের সাথে
রোজ রাস্তা হাঁটি কথা বলতে বলতে,
বাতাসে কথা বলতে গেলে কত কথাই মনে আসে!
সুখের কথা, দুঃখের কথা
হাসির কথা, কান্নার কথা
ভালোবাসার কথা, তোর কথা
আমারও তো কিছু কথা থাকে! আমার সাথে,
সব কথাই বকে যাই রাস্তার সাথে
যখন একলা পথ হাঁটি একার মনে;

কিছু কিছু কথা কাওকে বলা যায় না
কিছু কিছু কথা কেও বোঝেই না
মানুষকে আকাশ বললে নীল বোঝে
কান্না বললে বোঝে বৃষ্টি
জ্যোৎস্না বললে হিমু ভাবে
জোনাক বললে তারা,
আমি কখনোই আমাকে বোঝাতে পারি না কাওকে
তাই কথা বলি নিজের সাথে,
আকাশ শোনে, বাতাস শোনে, রাস্তা শোনে
তারা আমায় ভুল বোঝে না;

ভুল বোঝায় জুড়ি নেই মানুষের
জুড়ি নেই ভুল ভাবায়,
তাই একার চলা একার পথে
আর একা একা কথা বলা
নিজের মনে নিজের সাথে।

- ২৬ ডিসেম্বর ২০১৯
কান্ট্রি সাইড, জর্জিয়া





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন