একদিন উড়তে উড়তে হয়তো আকাশ হব
- যাযাবর জীবন
হেলায় সময় গড়ায়, অবহেলায় মন
জীবন আলো আঁধারের খেলা
দিন রাত্রির সারাক্ষণ;
অচেনা দেশে আমি কাকে খুঁজি এখানে ওখানে?
চেনার মাঝে আমি নিজেই অচেনা
আয়না সব জানে;
চেনা জানা মানুষের কত কত অজানা রূপ
পাখি চোখে আকাশ দেখি
খুঁজি নিজের স্বরূপ;
অনেক অচেনার ভিড়ে আমি নিজেই নিজের অজানা
অন্ধকারে কালো দেখতে দেখতে
রাত আমার খুব চেনা;
উড়তে উড়তে আকাশে, ক্লান্ত ডানায় নিচে তাকাই
অন্ধকার রাতে আমি
অচেনা আমাকে খুঁজে বেড়াই;
একদিন উড়তে উড়তে আমি হয়তো আকাশ হব
ডানা ভেঙে সেদিন চিরতরে
অন্ধকারে হারাব.......
- ১৬ই ডিসেম্বর ২০১৯
বাল্টিমোর, ওয়াশিংটন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন