বুধবার, ১১ মার্চ, ২০২০

ভালোবাসা বদলায় কি?



ভালোবাসা বদলায় কি?
- যাযাবর জীবন


প্রতিটা সকালই অন্য রকম
অথচ একটার সাথে অন্যটার পার্থক্য কি ভীষণ!
কিছু পার্থক্য প্রকৃতিতে
কিছু পার্থক্য দেখার মাঝে
কিছু পার্থক্য দৃষ্টিভঙ্গিতে
আর বাকিটুকু ভাবাবেগে;

শরীরের মাঝে ছোট্ট এতটুকু একটা মন
অথচ প্রতি মূহুর্তে তার পরিবর্তন কি ভীষণ!
একটা মনে কতগুলো অনুভূতি খেলা করে
আর রিপুর সাথে মনের সংঘর্ষ যখন তখন,
আমি মনের বদলে যাওয়া দেখি
আমি আমার বদলে যাওয়া দেখি
অসহায় ভাবাবেগে;

এই যে মনের বদলে যাওয়া
বদল সময়ের
বদল অনুভবের
বদল অনুভূতির
আচ্ছা! ভালোবাসা বদলায় কি?

আমি নিজেকেই জানি না,
ভালোবাসার বুঝব কি?


- ১২ই ডিসেম্বর ২০১৯
ফ্লোরিডা





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন