বুধবার, ১১ মার্চ, ২০২০

মনখারাপের মায়া




মনখারাপের মায়া
- যাযাবর জীবন


কত তাড়াতাড়িই না সময় ফুরিয়ে যায়!
চোখের নিমিষে;

এই তো মাত্র সেদিন এসেছিলাম তোর কাছে,
চোখের পলক ফেলার আগেই বিদায় ঘণ্টা;

আসার কথা ছিলো না তবুও আসাটা যেন অনেকটা সহজ
যেতে তো হোতোই, তবুও যাবার সময়টা বড্ড নোনা
তোর গাড়ির লাল বাতিটা মিলিয়ে যাবার আগেই কেমন ঝাপ্সা
ধ্যাত! আজ বৃষ্টি হচ্ছে তো খুব,
তাই বোধহয় চশমার কাঁচ ঘোলা;

আবার হয়তো আসা হবে, হয়তো না;
কিছু পালক ফেলে এসেছিলাম ওখানে
কিছু ফেলে গেলাম এখানে
আর মনখারাপের মায়া,
সাথে নিয়ে গেলাম কিছু স্মৃতি
আর ভালোবাসার ছায়া।

- ২২ ডিসেম্বর ২০১৯
অর্লান্ডো, ফ্লোরিডা






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন