বুধবার, ১১ মার্চ, ২০২০

সব দোষ মনের


সব দোষ মনের
- যাযাবর জীবন


বিষণ্ণ বিকেল
আকাশে সাদা ধুসর মেঘের খেলা
সূর্যের লুকোচুরি আর মন মেঘের ভেলা
একটু পরেই সূর্য ডুব দেবে সাগর জলে
আমারও সাধ, ডুবে যাই তোর অতলে;

মন খুব অদ্ভুত অজানা
কখনো আকাশ কখনো মেঘের ডানা
মাঝে মাঝে দুপুর রোদ মাঝে মাঝে অমাবস্যা
মাঝে মাঝে জ্যোৎস্না মাঝে মাঝে অনুভূতিগুলো অজানা
মাঝে মাঝে মন শুধুই আমি, মাঝে মাঝে মন পুরোটাই তুই
মাঝে মাঝে আমি আমার একার মাঝে মাঝে মনে তোর হয়ে রই
মাঝে মাঝে মন সূর্য মাঝে মাঝে অঝোর বৃষ্টি
মাঝে মাঝে আমি কান্নায় ভিজি, মাঝে মাঝে তোতে ভিজে যায় মন
অদ্ভুত এক মন, কেমন অজানা এক অনুভূতি যখন তখন;

বিষণ্ণ সন্ধ্যা
আকাশে সাদা ধুসর মেঘের খেলা
চাদের লুকোচুরি আর মন মেঘের ভেলা
একটু পর পরই মেঘের আড়ালে চাদের উঁকি
একটু পর পর আমি জ্যোৎস্নায় ভাসি
ও মন! জানিস কি? তোকে বড্ড ভালোবাসি........

সব দোষ মনের,
কাঁদাতে ও হাসাতে
ডুবাতে ও ভাসাতে
তোতে আর ভালোবাসায়।


- ১২ই ডিসেম্বর ২০১৯
ডাউন-টাউন, মায়ামি






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন