দুজন হাতে হাতে
- যাযাবর জীবন
কোথায় রে তুই?
কত দূরে?
দেখ চাঁদটা ডুবছে বিষণ্ণ ভোরে
তুইহীনা এ মরার শহরে;
ভোরের আলাদা সৌন্দর্য তো থাকেই
আলাদা সৌন্দর্য থাকে রাতের
তুইহীনা সব একই রকম লাগে
দিনে কিংবা রাতে,
একদিন হুট করে চলে আয়
সূর্যাস্ত দেখি কিংবা চন্দ্রোদয়
দুজন হাতে হাতে।
- ৩০ ডিসেম্বর ২০১৯
হিউষ্টন, টেক্সাস

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন