তুই থাকবি মেঘের দেশে?
- যাযাবর জীবন
কেও কেও ডানা নিয়ে জন্মায়
কেও ওড়ে মন ডানায়
উড়ে উড়ে মানুষ ক্লান্ত হয়
পাখির ক্লান্তি কোথায়?
একদিন ঠিক ডানা হবে আমার
একদিন হব নীল আকাশ
একদিন মেঘ হব আকাশের
একদিন উড়ব মেঘের ডানায়
আচ্ছা!
একদিন ঐ আকাশ থেকে পড়ে গেলে কি হবে?
তুই থাকবি মেঘের দেশে?
ডানায় রৌদ্র মেখে?
ভালোবাসার অপেক্ষায়........
- ১০ জানুয়ারি ২০২০
নিউ ইয়র্ক
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন