ছায়া ফেলে যায় মনে
- যাযাবর জীবন
কেও একজন আছে
মনের খুব কাছে
দিনে ঘুমায়
রাতে কাছে আসে
ভালোবাসে,
তারপর আবার মন মাড়িয়ে হেঁটে যায়
দূরে
ঐ দূরে
বহুদূরে
অন্ধকারে মিলায়...............
কে সে?
না না
তুমি না
অন্য কেও
ও না
অন্য কেও
সে ও না
অন্য কেও
অন্য একটা অনুভব
অন্য একটা অনুভূতি
হয়তো একটা মোহ
হয়তো মায়া
একটা চোখের দৃষ্টিভ্রম
কিংবা হয়তো মনের মনভ্রম
ঐ যে দূরে হেঁটে যায়
দূরে
বহু বহুদূরে অন্ধকারে মিলায়...............
শুধু একটু ছায়া ফেলে যায়;
মনে।
- ০৪ মার্চ ২০২০

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন