বুধবার, ১১ মার্চ, ২০২০

জীবন ছুটছে জীবনের মত



জীবন ছুটছে জীবনের মত
- যাযাবর জীবন


সময় ছুটছে
ছুটছে
ছুটছে হাওয়ার বেগে
মূহুর্ত হয়ে যাচ্ছে মূহুর্তে গত
ছুটছি আমি সময়ের সাথে
জীবন ছুটছে জীবনের মত;

এই যে পথ চলছি!
চলতে চলতেই পথটা হারিয়ে পথে হয়ে গেছে গত
এখানে ওখানে পিছু রয়ে গেছে কিছু
পথের ক্ষত
জীবন ছুটছে জীবনের মত;

এই যে কথা বলছি!
বলতে বলতেই কথাগুলো হয়ে গেছে গত
রয়ে গেছে কিছু কিছু
কথায় কথার ক্ষত
জীবন ছুটছে জীবনের মত।

- ২ জানুয়ারি ২০২০
টেক্সাস




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন