বুধবার, ১১ মার্চ, ২০২০

প্রেমে মন রাত্রি চাঁদনি'তে মন



প্রেমে মন রাত্রি চাঁদনি'তে মন
- যাযাবর জীবন


দূরে আছি দূরে থাকি, বেশ আছি ভালো
চাঁদটা দূর থেকে, মোহময়ী আলো
দূরে আছি বেশ আছি, দূরে দূরে ভালো
চাঁদটা কাছে এলেই দাগগুলো কালো

সূর্যটা বহু দূরে তবুও বেশ তাপ
দিনটা ভালোবাসার, রাত্রি উদাস
সূর্যটা আলো দেয় দূর থেকে ভালো
কাছে এলে মন পুড়ে, পুড়ে পুড়ে কালো

সাদাকালো লাল নীল কত কত রং
একা একা মন পুড়ে, ভালোবাসার ধরন
লাল লাল নীল নীল ভালোবাসার রঙ
প্রেমে মন রাত্রি চাঁদনি'তে মন।


- ২৮ জানুয়ারি ২০২০
কাঠালবাড়ি ফেরিঘাট





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন