নদী কুলকুল বয়
- যাযাবর জীবন
এই যে নদীতে নদীতে ঘুরি
এই যে নদীতে নদীতে নদী
ডাঙা কোথায়?
মন তো নদীই, তাই না?
মন, মন ছোঁয়; পায় কি?
অথচ দেখ!
নদী নদীতে মেশে
নদী নদীতে বয়
মন শুধু মনেতে রয়
আর কিছু অনুভব
কিছু অনুভূতি মন ছুঁয়ে ছুঁয়ে রয়,
ওগুলো কি ভালোবাসা?
নদী উত্তর জানে না
নদী কুলকুল বয়.......
- ২৯ জানুয়ারি ২০২০
মংলা বন্দর

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন