কোথায় খুঁজব তোরে?
- যাযাবর জীবন
একদিন তুই কাছে এলি মন খারাপের দুপুর রোদে
একদিন তুই নিখোঁজ হলি মেঘলা দিনের দ্বিপ্রহরে
কোথায় খুঁজব তোরে?
ইচ্ছে হলেই কি ইচ্ছে মতন কাছে আসা যায়?
নাকি ইচ্ছে হলেই ইচ্ছে মতন দূরে ঠেলা যায়?
নারী মন? বোঝা দায়;
যখন তখন বৃষ্টি নামে, মেঘের ইচ্ছে মতন
ইচ্ছে হলেই কি কাঁদা যায়? যখন তখন।
আমার যে বড্ড ইচ্ছে করছে, ডুবতে তোতে এখন;
যখন তখন দিনের বেলায় বড্ড তোকে মনে পড়ে
যখন তখন রাতের তারায় বড্ড তোতে মন পুড়ে
ঘুম কোথায়? ঐ দূরে;
একদিন খুব রাতে যখন রাত কালো হবে
একদিন স্বপ্নগুলো যখন চোখে তোকে পাবে
ক্লান্ত চোখ সেদিন, খুব ঘুম ঘুমোবে;
একদিন দেখিস, আমি ঠিক তোর কাছে যাব
একদিন আমি তোকে ঠিক খুঁজে নেব
তারপর দেখিস! ঠিক দুজন দুজনার হব।
- ৮ই ডিসেম্বর ২০১৯
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন