বুধবার, ১১ মার্চ, ২০২০

কেও তো এখানে কাঁদবে


কেও তো এখানে কাঁদবে
- যাযাবর জীবন


একটা হিম সকাল
কিছু কুয়াশা
পথটা চলে গেছে এঁকেবেঁকে বহুদূর,
কোথায় কে জানে?
আমি পথ দেখি
পথ হাঁটি......

কিছু পাখি উড়ছিল ইতিউতি
কিছু কাঠবিড়ালি
মাঝে মাঝে যেন আমাকে সঙ্গ দিচ্ছিলো
আর মাঝে মাঝে টুকি,
নীল আকাশটা হাঁটছিলো আমার সাথে সাথে
হাঁটছিলো কিছু সাদাকালো মেঘ
সবুজ ঘাসগুলো ঠায় দাঁড়িয়ে
দাঁড়িয়ে কিছু পাতাঝরা বিবর্ণ গাছের সারি
হাঁটতে হাঁটতে ক্লান্ত আমি
পথহাঁটায় কিছুটা আনাড়ি;

একদিন পথ হাঁটতে হাঁটতে আমিও চলে যাব, বহু বহুদূর
পথের সাথে সাথে
কিছু মায়া আর কিছু ক্লান্ত দীর্ঘশ্বাস ফেলে পেছন পথে
তখনো সবুজ ঘাস আর হরিত গাছগুলো ঠায় দাড়িয়ে আমার চলে যাওয়া দেখবে
তখনো মেঘের সারি নীলাকাশে উড়ে উড়ে সাদাকালো হয়ে ভাসবে
আর আমি হারিয়ে যাওয়ার পর
পথ না কাঁদুক,
কেও তো এখানে কাঁদবে.......


- ২০ ডিসেম্বর ২০১৯
মাউন্ট-ডোরা, ফ্লোরিডা



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন