বুধবার, ১১ মার্চ, ২০২০

কাঁচাপাকা পথে জীবন চলে




কাঁচাপাকা পথে জীবন চলে
- যাযাবর জীবন


আঁকাবাকা রাস্তাটা চলে গেছে দূর বহুদূর
রাস্তায় তো বাঁক থাকবেই
বাঁক থাকে মনে
বাঁক জীবনে
ঠিক ঐ রাস্তার মত;

উঁচুনিচু, কাঁচাপাকা, সমতল বা পাহাড়ি পথে জীবন চলে
চড়াই উৎরাই চলে মনে,
আমি রাস্তায়, জীবনের সন্ধানে.........

- ২৮ ডিসেম্বর ২০১৯
নিউ অরলিন্স, লুসিয়ানা






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন