বুধবার, ১১ মার্চ, ২০২০

মনের ওপর মন


মনের ওপর মন
- যাযাবর জীবন



মাঝে মাঝে মনে উঁকি
মাঝে মাঝে ফোন
যখন সকাল যখন বিকাল যখন রাত
আর মন খারাপের যখন তখন;

মাঝে মাঝে রোদ মাঝে মাঝে বৃষ্টি
মাঝে মাঝে কান্না মাঝে মাঝে মন
যখন ভোর যখন দুপুর যখন সন্ধ্যা
আর মন খারাপের যখন তখন;

মাঝে মাঝে ভালোবাসা মাঝে মাঝে রাগ
মাঝে মাঝে কান্না মনের ওপর মন
কখনো ঊষা কখনো গোধূলি কখনো লালিমা
আর মন খারাপের যখন তখন।

- ২৯ ডিসেম্বর ২০১৯
গ্যারিভিল, লুসিয়ানা






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন