বুধবার, ১১ মার্চ, ২০২০

সীমিত ভালোবাসা



সীমিত ভালোবাসা
- যাযাবর জীবন


সময়ের পরিধি ঘিরে
নিজ নিজ অবস্থানে ঘূর্ণায়মান মন
তোর আর আমার,
কেন্দ্রে বসে উপহাসে হাসে ভালোবাসা
মাঝখানে ইগোর ব্যাসার্ধ অসীম
অসীম তোর ভালোবাসা;

ব্যাসার্ধ ঘোচাতে পারে না আমার সীমিত ভালোবাসা.....




- ১৮ জানুয়ারি ২০২০
কটকা, সুন্দরবন




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন