মাটির সাথে দূরত্ব
- যাযাবর জীবন
সময়ে দূরত্ব বাড়ে সময়ে কমে
হাঁড়িকুঁড়ি ঠোকাঠুকি থাকে সম্পর্কে
চাঁদের সাথে পৃথিবীর দূরত্ব মাপা হয়ে গেছে
চাঁদনির সাথে আমার দূরত্ব অজানাই আছে
মেজাজের ওঠানামা সূর্যের পারদে
ঝরে পড়ছে সময় বালিঘড়ি থেকে
দূরত্ব কমছে মাটির সাথে আমার
দিনে দিনে পায়ে পায়ে;
আজকাল রোদে বের হলেই গায়ে ফোস্কা পরে
মাটির গরম সইব কিভাবে?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন