সোমবার, ৩০ মে, ২০১৬

মেঘবালিকার জন্য


মেঘবালিকার জন্য
- যাযাবর জীবন

মেঘবালিকা তুই মেঘ হতেই
আমি আকাশ হলাম
তোকে বুকে ধরে নীল হলাম;

মেঘদুপুর মনখারাপ ছুঁয়ে দিতেই বৃষ্টি নামলো
তুই কান্না হলি
ভালোবাসা রঙ হারালো;

আমি তোকে এঁকে নিলাম কান্নার রঙে
বর্ণহীন হলো ক্যানভাস
মেঘবিকেলের দুঃখবিলাস;

বৃষ্টির রঙ দেখেছে কে?
অমাবস্যা রাতে, আলোহীন চোখে
রাত্রিরও মাঝে মাঝে কাঁদতে ইচ্ছে করে;

শূন্যস্থান একসময় না একসময় পূর্ণ হয়েই যায়
ধুলো দিয়ে, বৃষ্টি দিয়ে, কান্না দিয়ে;
আমি না হয় তোর কান্নাই হলাম।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন