শুক্রবার, ২০ মে, ২০১৬

সময় বদল



সময় বদল
- যাযাবর জীবন

বদলেছি আমি
বদলেছিস তুই
বদলেছে সময়
বদলেছে জীবন
মোহ নয় প্রেম নয়
স্বপ্ন নয় ভ্রান্তি নয়
বাস্তবতায় ঘেরা কঠিন জীবন
এবার তুইও বদলা রে মন;

একটা সময় ছিল মোবাইলের
একটা সময় ছিল রিং বেজে ওঠার
একটা সময় ছিল স্ক্রিনের দিকে তাকিয়ে থাকার
একটা সময় ছিল তোর ফোনের অপেক্ষার;

আজ স্তব্ধ হয়ে গেছে টেলিফোন
আজ বেজে ওঠে না রিং যখন তখন
আজ তুই বড্ড ব্যস্ত
কিছু ব্যস্ত হয়তো আমিও
তবুও কেন জানি চোখ চলে যায় মোবাইলের স্ক্রিনে
মাঝে মাঝেই কেন জানি মনের অজান্তে
তোরও কি এমন হয় রে?
আমার যে আজো পোড়ে মন
তোর কথা মনে হলেই যখন তখন।

আজ বৃষ্টি হচ্ছে
চল ভিজি আজ আগের মতন
শরীরে ও মনে
তুই আর আমি দুজন।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন