শুক্রবার, ৬ মে, ২০১৬

খোঁজ



খোঁজ

- যাযাবর জীবন

আমার মনে আর মনেতে সংঘর্ষ
পাহাড়ি ফাটল সম্পর্কে;
তুই সোনামুখী সুঁই'য়ে বরফ সেলাই করে যাস ক্রমাগত:
মন লবণাক্ত
হাত রক্তাক্ত
তোর, আমার দুজনেরই;

সেলাইয়ে নকশী কাঁথা বোনা হয়
মন নয়,
মনে কান্না বোনা হয়
সম্পর্ক নয়,
সম্পর্কে ভালোবাসা রয়
ফাটল নয়;

কখনো একটি চুমুই মিটিয়ে দিতে পারে এক আকাশ দূরত্ব,
আমি আঠা খুঁজছি, মন জুড়তে।






















কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন