বিলাস
- যাযাবর জীবন
মেঘ জমলেই বৃষ্টি জমে
আকাশ কিংবা মনে
মেঘ ঘন হলেই বৃষ্টি নামে
প্রকৃতি কিংবা চোখে
আমি বৃষ্টির কান্না দেখি
দুচোখ চেয়ে
আমার চোখে বৃষ্টি নামে নি কখনো
মন মরে যাওয়ার পরে
মেঘ জমলে মেঘবিলাস
বৃষ্টি নামলে বৃষ্টিবিলাস
চোখ নামলে কান্নাবিলাস
আমার শুধুই মনবিলাস
তোকে নিয়ে তো'তে
যাক না ধুয়ে পৃথিবী জলবিলাসে;
বৃষ্টির দিনে একটু স্বপ্নবিলাস করাই যায়
তোকে নিয়ে তো'তে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন