তুই, আমি আর আমাদের টুকিটাকি
- যাযাবর জীবন
নতুন নতুন ছলাকলায় অভ্যস্ত হয়ে গেছে চোখ
প্রতিদিন দেখতে দেখতে তোর নিত্য নতুন সাজ
নিত্যই বদলায় তোর চলন বলন ভ্রুকুটির হেলন
আর প্রেমের খেলায় কথার কারুকাজ,
কখনো কোমর দোলানিতে দেখাস বাঁকানো কোমরের খাঁজ
কখনো বা হেলানো আঁচলের উঁকিতে বুকের গভীর ভাঁজ
কত আর দেখব? চোখেরও মাঝে মাঝে হয় লাজ
এ তো তোর নিত্যকার ছলা কলার কাল পরশু কিংবা আজ;
আমি স্বপ্নালু চোখে চাঁদ দেখি যখন মনে নেমে আসে সাঁঝ
আমি স্বপ্নে দেখি অমাবস্যার ওপারে বিহ্বল জ্যোৎস্নার সাজ।
এক সময়, সময় ফুরিয়ে যাবে আমাদের
এক সময় বয়সের ভারে ন্যুজ হয়ে যাব আমি
এক সময় চোখে অন্ধকার ঘনাবে আমার
আর বয়সের ভারে চোখে পড়বে ছানি,
তুই কিন্তু তখনো ঠিক এমনই থাকিস
ছলা কলায় ভুলিয়ে আমায়
যদি ভালোবাসা এরকমই থাকে আমাদের মনে
তোর চোখেই না হয় দেখব পৃথিবী তখন আমি,
ভালোবাসা থেকে আর কি আছে দামী?
যখন প্রেমে মাখামাখি তুই আর আমি
এই যাহ দিলাম তো কাঁদিয়ে তোকে!
থাক, মুছে ফেল আজ তোর চোখের পানি;
আর না হয় হঠাৎই দেখবি কোন এক দিন
কোথায় যেন একবারেই হারিয়ে গেছি আমি।
কাঁদিস না সেদিন অমন করে ডুকরে ডুকরে
যেতে হয় আমাদের সবাইকে মাটির ঘরে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন