চশমা
- যাযাবর জীবন
কেও চোখ ঢাকে রোদ চশমায়
রোদ থেকে চোখ বাঁচাতে
কারো জন্য শুধুই ফ্যাশন
কারো চোখে পাওয়ার গ্লাস
পৃথিবী দেখতে স্পষ্ট করে
চশমা ছাড়া আবছা দেখে দূরে
কারো বা রিডিং গ্লাস বাধ্য হয়ে
বই পত্র পড়ার তরে
খালি চোখে ঝাপসা দেখে, মাথা ধরে
তোর চশমা কালো কেন?
কালো গ্লাসে চোখ আড়াল হয়
কান্না নয়
আমি দূরে দেখি না
আমি কাছে দেখি না
আমি রোদে দেখি না
আমি অন্ধকারে দেখি না
আমি প্রেম দেখি না
আমি মন দেখি না;
আমার চোখের পর্দা নেই,
চশমা লাগিয়ে কি হবে?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন