শনিবার, ২৮ মে, ২০১৬

লোনা বৃষ্টি


লোনা বৃষ্টি
- যাযাবর জীবন

মেঘ নামলেই বৃষ্টি
আকাশ কিংবা মনে;
পানির স্বাদ মিষ্টি, বৃষ্টি যখন আকাশ থেকে
মনের বৃষ্টি লোনা, চেখে দেখেছে কে?
মন যখন বৃষ্টি ঝরায়, স্বাদে কি এসে যায়
মিষ্টি কিংবা লোনায়;

আমি সূর্য দেখি
তুই আলো হ।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন