বুধবার, ১৮ মে, ২০১৬

কাটাকুটি



কাটাকুটি
- যাযাবর জীবন

খেয়ে যা আম জোড়ায় জোড়ায়
ঠুকরে আমের গা
স্মৃতি কেন এত পোড়ায় পোড়ায়
পথ চলতে পা;

ছুঁয়ে দিলি আম ঠোঁটের কোলাজে
স্মৃতির ঠোকর মনে বড় বাজে,
তোর কথা মনে হলেই কলমের আঁকিবুঁকি
মন খারাপে খেলি বিষণ্ণতার কাটাকুটি।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন