কষ্টের রঙ
- যাযাবর জীবন
কষ্টের রঙ কে দেখেছে কবে?
তবুও সবাই প্রশ্ন করে
কষ্টের রঙ কি?
কেও বলে নীল
আমি বলি আকাশ
কেও বলে লাল
ও তো আমার বুকের রক্ত
কেও বলে ধুসর
আমি বলি বর্ণহীন;
বুকে পাথর চাপা মানুষ কষ্টের রঙ খোঁজে না
শুধুই কষ্ট বোঝে;
কেও কেও কান্না দেখে
কেও লবণ খোঁজে;
আর বাকিরা কাব্য করে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন