রবিবার, ৮ মে, ২০১৬

ইচ্ছে হলেই ছোঁড়াছুড়ি



ইচ্ছে হলেই ছোঁড়াছুড়ি
- যাযাবর জীবন

ছুঁড়ে দেয়া
লুফে নেয়া
খুব সহজ
হেলাফেলা,
ইচ্ছে হলেই ইচ্ছেগুলো
ইচ্ছেমতন
খেলা খেলা যখন তখন
যখন তখন
ধরে রাখা, বড্ড কঠিন
সম্পর্ক?
সে তো আরো এক কাঠি বাড়া
আপন হয় না কখনোই
মনের টান ছাড়া;

সম্পর্ক প্রেম নয়
তিলে তিলে গড়ে নিতে হয়
ভালোবাসা ছেলেখেলা নয়
ইচ্ছেমত ছুঁড়ে দেয়া
আর ইচ্ছে হলেই লুফে নেয়া
সম্পর্কে সংশয়;

চলে যাওয়া মানে প্রস্থান
ফিরে আসা নয়,
বোধে বোধগম্য হয়
কথায় হৃদয়ঙ্গম নয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন