মঙ্গলবার, ১৭ মে, ২০১৬

প্রহসন



প্রহসন
- যাযাবর জীবন

যতই আমায় মুছতে চাস মন ঘষে ঘষে
ততই আমি জড়িয়ে যাই তোতে এসে
জীবন চলে না রে নিয়মের অঙ্ক কষে
সুদকষায় আমাকেই পাবি সুদের বেশে;
পারলি কি মুছতে আমায় রাবার ঘষে?
সারাদিন চেষ্টার পর মন থেকে অবশেষে।

প্রতিটি ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে,
তুই রাবার ঘষে যা মুছে দিতে আমাকে
আমি ভালোবেসে যাব মন থেকে তোকে;
নিউটনের সূত্র মিথ্যে প্রমাণিত হয় নি এখনো।

যদি ঘৃণার আগুন কখনো জ্বালতে পারিস বুকে
হয়তোবা প্রেম জ্বলে যেতে পারে তাতে
ঘৃণা তো ভালোবাসারই বিপরীত প্রতিফলন
আর নয়তো মুছে ফেলার সব চেষ্টা কেবলই প্রহসন।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন