সেলফি ম্যানিয়া
- যাযাবর জীবন
ঊর্ধ্ব গগনে তুলিয়া বদন
কেলাইয়া দাঁত সাজিয়া মদন
শয়তানের লাঠি আগুপিছু করিয়া
ক্লিক ক্লিক
ব্যাস মোবাইলের চুলায় ছেঁকা গরম রুটি
তৈয়ারি নিজের ছবি
যারে কয় সেলফি;
অন্যভাবে কই,
ঘুম ভাইঙ্গার থন ঘুমাইতে যাওয়ার আগ তক
ইচ্ছা মতন
যখন তখন
তাকাইয়া আকাশে
চেহারা বিকাশে
শয়তানের লাঠিতে দূরে কিংবা কাছে
মোবাইলের চোখে চেহারা ভাসে
সূর্যের প্রতিফলন ক্যালানো দাঁতে
ক্লিক ক্লিক
ব্যাস হইয়া গেল সেলফি;
ফেস না হইলে ফেসবুক নামকরণের সার্থকতা কিভাবে হইবে?
তাই তো চেহারা দিতেই হইবে;
কাওরে কাওরে তো দেখি ফেসবুক পুরা নামটা অর্থবহ করিতে
বুকের ফটো উপরি।
কবে হয়তো দেখিব কমোডে বসিয়া
শয়তানের লাঠি উপরে উচিয়া
ঠেকাইয়া শৌচালয়ের ছাঁদে
ক্লিক ক্লিক মোবাইলটা কাঁদে,
আরে আরে! কিছু আরটিষ্টিক ছবিওতো হইতে পারে
শয়তানের লাঠি হাতে ধরা মোবাইল ঐ দূরে ঝর্ণার ঐপারে
বসিয়া কমোডে
পানি ফোকাসে চেহারা ডি-ফোকাসে
কিংবা পানি আর কমোড ডি-ফোকাসে চেহারা ফোকাসে
ক্লিক ক্লিক;
আজকাল'তো সব নতুন নতুন নাম আসিতেছে
যেমন মুখ বাঁকাইয়া কোমর ঘুরাইয়া বাটের (নিতম্বের) ছবি - বেলফি,
কে জানে এইটারও হয়তো নতুন নাম হইয়া যাইবে - কমোফি;
ভাগ্যিস ঢাকায় ট্রান্সপারেন্ট কমোড দেখি নাই
নইলে ফোকাসে কমোড হইলে কমোফির অন্ধে
মোবাইলটা হয়তো নাক কুঁচকাইতো কোন বদগন্ধে
"xxফি" যে এখন আমাগো রন্ধ্রে রন্ধ্রে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন