তোর গভীরে
- যাযাবর জীবন
আকাশের খিটখিটে মেজাজ
কখনো রোদ্দুর কখনো মেঘলা
কখনো মেঘ কখনো বৃষ্টি
তোর মেজাজের সাথে একদম মানানসই
কিংবা নারীর;
নারী কি আকাশ?
নাহ, আসলে হওয়ার কথা সমুদ্দুর
গভীর, অতল গভীর,
ডুব দেয় নর
তারপর ডুবতে থাকে
ডুবতেই থাকে
আমি তো সেই কবেই ডুবেছি তো'তে
মন প্রেম হওয়ার পরে
এখনো ডুবছি তো'তে মরে।
তুই আরেকটু কম গভীর হলে ভালো হতো
মাঝে মাঝে নিঃশ্বাস নিতে হয় বেঁচে থাকার তরে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন