ঢাকনি
- যাযাবর জীবন
সব অন্ধকার ঢেকে যায় রাত্রি হলে
সব আলো ঢেকে যায় সূর্য এলে
ভালোবাসা ঢাকা যায় কি দিয়ে?
মন যখন রাত্রি, অন্ধকারে ভয় কি?
আমি চাঁদের টর্চ জ্বেলে চাঁদনি খুঁজে বেড়াই
সূর্যের মধ্যাহ্নে,
তুই সূর্যের টর্চে খুঁজিস আমাকে
রাত্রির ঘুমঘোরে;
চাঁদ তো কবেই দিয়ে দিয়েছি তোকে
এবার তো সূর্য হ!
প্রেমের ঢাকনি খুলে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন