সোমবার, ৯ মে, ২০১৬

মাংসের হাটবাজার



মাংসের হাটবাজার
- যাযাবর জীবন

মানুষ না কি গড়া রক্ত মাংসে,
মানুষ বলে;

দেহ খুলে খুলে মাংস বাটে কে?
রাতের অন্ধকারে;
নারী না মানুষে?

নারী মাংস খুবলে খায় কে?
রাত নেমে আসলে;
পুরুষ না মানুষে?

কেও কামাগ্নি জ্বালায়
কেও কামে জ্বলে
নারী ও পুরুষে, অন্ধ রাতের অলিগলিতে;

মাংসের কেনাবেচা
মাংসের হাটে
নারী ও পুরুষে, মিলেমিশে একসাথে;

কেও পেটের ক্ষুধা মেটায়
কেও কামের
নারী ও পুরুষে, একে অপরের উপর চড়ে;

মাংসের হাটে কিছু কুকুর হেঁটে বেড়ায়
পেটের ক্ষুধায়
মানুষের মাংস ক্ষুধা দেখে তারা হাসে;

ক্যানিবলিজম কি যুগের দোষ না মানুষের? কে জানে?
মানুষ না কি গড়া রক্ত মাংসে?
মানুষ জানে।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন