বৃহস্পতিবার, ৫ মে, ২০১৬

অরণ্যে রোদন



অরণ্যে রোদন
- যাযাবর জীবন

তুইও ভালোবাসিস, আমিও ভালোবেসে যাই
নেই কোন চাওয়া পাওয়া, তবুও কষ্ট পাই
যখন তখন মনে মন, দিন রাত্রির সর্বক্ষণ
ভালোবাসাতে গিয়েই দুঃখ, হারানোর সব বেদন;
কেন ভালোবাসতে চাই?
কেন ভালোবাসতে যাই?
তারপর অরণ্যে রোদন।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন