বুধবার, ৪ মে, ২০১৬

মন বন্ধ



মন বন্ধ
- যাযাবর জীবন

তুই মন গলির কার্নিশ ঘেঁসে আলতো পায়ে হেঁটে যাস
রাত জেগে উঠে মাদক গন্ধে
আমার মন বন্ধ, মন বন্ধ;
আমি ঘুমঘোরে ঠোঁট চাটি বিষ স্বাদে
দূর থেকে নাকে ভেসে আসে ধুতুরা গন্ধ
ভালোবাসার চিত্রপট আঁকা হয় অপস্রিয়মাণ ছায়াতে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন