বুধবার, ২৫ মে, ২০১৬

আজকালকার ভালোবাসার ধরন



আজকালকার ভালোবাসার ধরন

- যাযাবর জীবন

উম্মা উম্মা চুম্মা চুম্মা
কারো কারো কাছে এ না হলে যেন প্রেম হয় না
চুম্মাচাট্টি তাদের কাছে ভালোবাসারই ধরণ
যেন ঘুম থেকে উঠেই দৈনন্দিন শৌচালয় গমন;
আমার বড্ড আপত্তি এতে
চুমিয়ে ঠোঁট ভিজিয়ে দিতে
যেখানে সেখানে যখন তখন;
ভালোবাসা আমার কাছে
বৃষ্টির পরে গা জুড়নো হিমেল হাওয়া
ক্লান্ত দুপুরে ঠা ঠা রোদে একটু মেঘের ছায়া
শান্তির পরশ একান্ত আপন অনুভবে,
অনুভূতি কেন চুম্মাচাট্টিতে প্রকাশ করতে হবে?

ভেতরের অনুভব জনসমক্ষে আনতেই হবে কে বলে?
আজকালকার ভালোবাসার প্রকাশ দেখলে আমার গা জ্বলে;

আমি আসলে যুগের অচল, হয়তো একটু বেশীই পুরনো
তাই বোধহয় ঠোঁটে ঠোঁটে ভালোবাসা, আমার হয় না কুড়নো।







কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন