রবিবার, ২২ মে, ২০১৬

তুই'ই কি প্রকৃতি?



তুই'ই কি প্রকৃতি?
- যাযাবর জীবন

ঝড়ের পর বৃষ্টি আর বৃষ্টির পর রোদ
গনগনে রাগের পর তোর অনুতাপ বোধ;
এই মেঘ এই বৃষ্টি
এই হাসি এই কান্না
এই ঝড় এই রোদ
তোর অভিমান আর ক্ষোভ;
এক এক সময় প্রকৃতিকে নারী মনে হয়
ক্ষণে গুরুগম্ভীর ক্ষণে হেঁয়ালি
ঠিক তোরই মত খামখেয়ালি।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন