সম্পর্কের সীমারেখা
- যাযাবর জীবন
কোথায় টানতে হয় সম্পর্কের সীমারেখা?
কে বোঝাবে কারে?
মন যখন পোড়ে,
কে সীমারেখার ধার ধারে?
তবুও কোথাও না কোথাও সীমারেখা একটা টানতেই হয় সম্পর্কের ঘরে,
জীবনের প্রয়োজনে
সময়ের সাথে, সম্পর্কের সাথে
সময়কে ঘিরে;
তা না হলে ওলোটপালট তুই, আমি, আমরা সকলে
আমাদের কথাবার্তা, ব্যবহার, আচরণ আর জীবন যাপনে।
রক্তের সম্পর্ক একই সাথে, আপন ও স্বার্থের
বন্ধুত্বের সম্পর্ক ততক্ষণ পর্যন্ত নির্মল যখন স্বার্থের মেঘ ওড়ায় না বাতাস
প্রেম ভালোবাসার সম্পর্কগুলো বড্ড জটিল, কেও কাওকে বোঝে না;
কাঁটাতারে বেড়ায় সম্পর্কের সীমারেখা টানা বড্ড দুষ্কর
তবুও বেড়া দিতে হয় মনে, প্রতিটি সম্পর্কের ক্ষেত্রেই
স্বার্থ যেখানেই কড়া নাড়ে;
হয়ত আপাতত: মন পুড়বে প্রতিনিয়ত:
তবুও জীবন হবে সহজ
বেঁচে থাকার জন্য।
কাঁটাতারের বেড়া দিচ্ছি আমি মনের ঘরে
কান্নার পেরেক ঠুকে,
আপাতত: রক্ত বের হোক কিছুটা কিংবা অনেকটা
পরে না হয় কাব্যবিলাস করে নেব, রক্তবিলাসে;
চোখটা এত পোড়ায় কেন?
এখনই।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন