অবুঝ ভালোবাসা
- যাযাবর জীবন
মেঘ জমলেই কি বৃষ্টি হয়?
মন তো আর মেঘ নয়
সব মেঘই কাঁদে না
বৃষ্টি হয়ে ঝরে না;
সব মনে কি প্রেম হয়?
হয়তো হয় হয়তো নয়
মন তো কাঁদতেই পারে
মন থাকলে মনের পরে;
ইচ্ছে হলেই কি কাঁদা যায়?
ভালোবাসায় হৃদয় হারায়
হৃদয় তো আর পাষাণ নয়
ক্ষরণ হলেই রক্ত বয়;
সে ভালোবাসা শেখাতে চায়
আমি অনুভূতিহীন
সে অভিমানে কাঁদে
আমি তো'তে বিলীন;
আমি তোর
সে বোঝে না,
ক্ষরণ তার
আমার অনুভূতিতে দাগ কাটে না।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন