শনিবার, ৭ মে, ২০১৬

গোমূর্খ



গোমূর্খ
- যাযাবর জীবন

ভালোবাসার না কি নির্দিষ্ট একটা ভাষা থাকে
কাওকে বেত দিয়ে পড়িয়েও শেখানো যায় না
বোধোদয়ের আগেই নিজে নিজে শিখে যায় ইঁচড়ে পাকা'রা;

আমি কেবল মাত্র স্বার্থের ভাষা জানি
অসময়ে ছিপ ফেলি বড়শি বাই
সুসময়ে গান গাই, টাকার ঝনঝন শুনি,
সম্পর্কের আমি কি জানি?
ট্যাঁকে স্বার্থ গুঁজে গুঁজে পশু থেকে মানুষ হয়েছি;
এখন কাব্য বুনি;

আরে গোমূর্খরাই নাকি কবিতা আঁকে,
সুশীল সমাজ গাধা ডাকে।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন