শুক্রবার, ২৭ মে, ২০১৬

কথার কথা



কথার কথা
- যাযাবর জীবন

কথা ছিল বুকে করে রাখার
তুই তো বুকে ভেতরই গেঁথে বসলি
কথা ছিল মাথায় করে রাখার
তুই তো মাথার ওপরেই দাঁড়িয়ে গেলি,
কথায় কথায় কত কথাই তো দেয়া হয়
শুধু পিছ পা আমাদের কথা রাখার সময়;

কাছে আসার কথা ছিল তোর
কাছে টানার কথা ছিল আমারও
আজ তুই সাত সমুদ্দুরের ওপারে
আমি তো'তে ডুব দিতে গিয়ে সাগর গভীরে,
কথা রাখা হয় নি কারো
মুখ ফস্কে বলে ফেলা সব কথার কথা;

কথা ছিল আকাশে ডানা মেলার
কথা ছিল দিগন্ত পাড়ি দেবার
তোর, আমার, এক ডানায় একসাথে
মেঘমুক্ত আকাশ পাই নি কখনো,
কথা রাখা হয়নি কারো
মুখ ফস্কে বলে ফেলা সব কথার কথা;

কথা ছিল নৌকোয় পাল তোলার
কথা ছিল অজানায় ভেসে যাবার
তোর, আমার, এক নৌকায় একসাথে
পালে হাওয়া লাগে নি কখনো,
কথা রাখা হয়নি কারো
মুখ ফস্কে বলে ফেলা সব কথার কথা;

শতেক বাহানা
হাজারো কারণের দোহাই দিতে জুড়ি মেলা ভার
তোর আর আমার
কথা না রাখার;

ধ্যেৎ! কথার কথা তো কতই বলি আমরা
দিব্যি দিয়েছে কে? সব কথা রাখতেই হবে
তোকে কিংবা আমাকে;

ওহ্!
কথায় কথায় আসল কথাটাই তো বলা হয় নি এখনো;
"ভালোবাসি তোকে"
আগের থেকেও বেশী,
এখনো।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন