মঙ্গলবার, ২৪ মে, ২০১৬

পারা আর না পারা


পারা আর না পারা
- যাযাবর জীবন

কতই তো গল্প লিখিস
কত কাব্য, কত কবিতা
প্রেম লিখতে পারিস কি?
কাম ছাড়া।

কতই না ছবি আঁকিস
তুলির আঁচরে
আমায় আঁকতে পারিস কি?
প্রেম ছাড়া।

চল আজ জ্যোৎস্না স্নানে
চল চাঁদে ভিজি দেহ আর মনে
আজ কামনা ধুয়ে নেই শুদ্ধ হতে
তারপর না হয় প্রেম করি।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন